“সময়ের সাথে ছুটে চলা অদম্য সাহস নিয়ে” জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী দেশের শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের প্রতিনিধি সম্মেলন।
সোমবার ২০ জানুয়ারি সকাল থেকে মঙ্গলবার ২১ জানুয়ারি বিকেল পর্যন্ত গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার একটি রিসোর্টে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় বিডি২৪লাইভ ডটকমের পক্ষ থেকে বর্ষসেরা মানবিক সংবাদদাতা হিসেবে সম্মাননা মনোনীত করা হয় কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ এস. হোসেন আকাশকে।
বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের সম্পাদক মোঃ আমিরুল ইসলাম আসাদ মোঃ এস. হোসেন আকাশের হাতে বর্ষসেরা মানবিক সংবাদদাতার সম্মাননা অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেন।
এছাড়াও আরো ৩ জন প্রতিনিধিকে বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত করা হয়। বাকি নির্বাচিত প্রতিনিধিরা হলেন, বর্ষসেরা প্রতিনিধি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল রানা এবং মনোনীত করা হয়েছিলেন বগুড়া জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, কক্সবাজার জেলা প্রতিনিধি শাহিন মাহমুদ রাসেল কে।
বর্ষসেরা ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরিফ জাওয়াদ, আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন সিলেট জেলার বিশেষ প্রতিনিধি এম এ আহমেদ আজাদ, আজীবন সদস্য সম্মাননা পেলেন বিশেষ প্রতিনিধি খায়রুল ইসলাম রফিক।
তাদের হাতেও বর্ষসেরা প্রতিনিধি অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেন বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের সম্পাদক মোঃ আমিরুল ইসলাম আসাদ। এছাড়াও সম্মেলনে আসা সকল প্রতিনিধিদেরকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়।
এসময় বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের সম্পাদক মোঃ আমিরুল ইসলাম আসাদ বলেন, প্রতিনিধিদের কাজের গতিশীল ও প্রতিনিধিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি করার লক্ষ্যেই এ সম্মাননা স্মারক দেওয়া হয়। এবং আগামীতে সকল প্রতিনিধিদেরকে নিয়ে বিডি টোয়েন্টিফোর লাইভ আরো বড় পরিসরে প্রতিনিধি সম্মেলন এক মিলন মেলায় পরিণত করবে বলে আশা ব্যক্ত করেছেন।
বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ এস. হোসেন আকাশ বলেন, আমি বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের সাথে সেই ২০১১ সালের শুরু থেকেই আছি। বিডি টোয়েন্টিফোর লাইভ এবার আমাকে যে সম্মাননা দিয়ে সম্মান করেছে এতে আমি অনেক খুশি এবং এই প্রতিষ্ঠানের প্রতি আমি চির কৃতজ্ঞ হয়ে থাকলাম।
তিনি আরো বলেন, বিডি টোয়েন্টিফোর লাইভ আমাকে এই সম্মাননা দিয়ে আমার কাজকে আরো এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা বাড়িয়ে দিয়েছে। আশা করি আমিও আমার স্থান থেকে বিডি টোয়েন্টিফোর লাইভকে আরো ভালো ভালো নিউজ উপহার দিতে পারবো।
এবার আমি বর্ষসেরা মানবিক প্রতিনিধি হিসেবে সম্মাননা স্মারক পেয়েছি। এটা ছিল ব্যতিক্রম অনুভূতি। সাংবাদিকতার জীবনে এই প্রথম আমার কোনো অ্যাওয়ার্ড পাওয়া। এতে আমি অনেক খুশি। দেশের শীর্ষ স্থানীয় অনলাইন পোর্টাল বিডি২৪লাইভ.কম পক্ষ থেকে আমাকে সম্মাননা প্রদান করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি কর্তৃপক্ষের নিকট। সবার কাছে দোয়া চাই পরবর্তী জীবনের জন্য, পেশাগত অভিজ্ঞতাকে মলাট বদ্ধ করে, কর্মক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারি। সবার দোয়া উৎসাহ উদ্দীপনাই কর্মক্ষেত্রে সাহসের যোগান দিতে পারি। সততার সঙ্গে দায়িত্ব পালন করবো এটাই শেষ মুহূর্তের প্রতিজ্ঞা। মানুষের ভালোবাসায় আরো সামনের দিকে এগিয়ে যাক বিডি টোয়েন্টিফোর লাইভ এই কামনায় করি।
এই দুইদিন ব্যাপী সম্মেলনে ছিল পরিচিতি পর্ব, আলোচনা সভা, খেলাধুলা, র্যাফেল ড্রসহ অনেক আয়োজন।
শাকিল/সাএ